টিনশেড থেকে অট্টালিকার মালিক এসআই আকবর!
অনলাইন ডেস্ক: সিলেটে রহস্যজনক মৃত্যুর ঘটনায় পলাতক এসআই আকবর হোসেন ভূঁইয়া। এসএসসি পাশ করেন সি-গ্রেডে। তাকে নিয়ে বাবা স্কুল শিক্ষক জাফর আলীর দুঃশ্চিন্তার শেষ ছিলো না। তবে সেই দুঃশ্চিন্তার মেঘ কাটতে শুরু করে আকবরের পুলিশে চাকরি পাওয়ার পর…