শরীফুল আরেফিন খান-এর “মন্মুখ”
মন্মুখ
শরীফুল আরেফিন খান
………………………………….
সেই একই বাঁধা-পথটি ধরেই চলেছি
নতুন পথ খুঁজে নেইনি,
খোঁজার আগ্রহ ছিল না বলে
সুখী ও তৃপ্ত মানুষ ছিলাম।
আজ এতদিন পর-
সেই তৃপ্ততা আর স্তব্ধতা
মনের উপর ভার হয়ে চেপে বসতে চাইছে,
জানালা দিয়ে তাকাতেও ভয়!
রাস্তায় সুখী মানুষের ঢল
নিজের কাছে যেন তা- বিসন্নতর দৃশ্য
হয়তো বুড়ো হয়ে যাচ্ছি!
নতুন পথের মানুষ কখনই ছিলাম না
উপযুক্ততা ছিল না বলে,
নিজেকে ঘৃনার শক্তি নেই
জীবন এখন নিস্তরঙ্গ, আর
ক্ষোভ আর বিরক্তিতে সমর্পিত
সর্বসময় চিন্তার স্রোত-
শুধু যদি একবার তরুণ হতে পারতাম !