৯-১০ মার্চ কুমিল্লায় বিএসবি হায়ার এডুকেশন এক্সপো ২০২১
মোহাম্মদ জহির:
আগামী ৯-১০ মার্চ দেশের শীর্ষস্থানীয় বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কাউন্সেলিং প্রতিষ্ঠান ”বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক”- এর আয়োজনে কুমিল্লা শহরের গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে হায়ার এডুকেশন এক্সপো ২০২১। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
উক্ত শিক্ষামেলায় যুক্তরাস্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, চায়নাসহ অন্যান্য দেশের বেশ কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বিদেশে উচ্চশিক্ষা, এডমিশন, স্কলারশিপ এবং ভিসা প্রসেস সম্পরকে বিস্তারিত তথ্য মেলায় আগত শিক্ষার্থীদের জানাবেন।
রেজিস্ট্রেশন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন;
https://forms.gle/s2JNNaMSJtEnQFjD8
মেলায় যেসব সুবিধা থাকছে:-
ফ্রি ডকুমেন্ট অ্যাসেসমেন্ট এর সুবিধা, ৫০% পর্যন্ত স্কলারশিপ সুবিধা, সার্ভিস চার্জ ১০০% ফ্রি, Expo তে যারা ফাইল ওপেন করবেন তাদের জন্য ফ্রি ৭ দিনের Online IELTS Crash Course এর সুযোগ এবং ক্রেডিট ট্রান্সফারের সুবিধা।
আয়োজক সুত্রে আরো জানা গেছে, BSB Global Network-এর বহুধারা কার্যক্রমের মধ্যে রয়েছে – বিএসবি হতে মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ-এর ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসার পাশাপাশি ভিজিট ভিসা, স্পাউস ভিসা এবং সুপার প্যারেন্টস ভিসার ক্ষেত্রেও সহায়তা প্রদান করে থাকে।
তথ্য সুত্র: বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক-এর ফেসবুক পেইজ।