৬ ফেব্রুয়ারি ঢাকায় ৫ দেশের ২০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষামেলা
নিউজ ডেস্ক:
আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক শিক্ষামেলায় অংশ নিতে যাচ্ছে ৫ দেশের ২০ বিশ্ববিদ্যালয়।
দেশগুলো হলো- কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
আসছে ৬ ফেব্রুয়ারি হোটেল সোনারগাঁওয়ে দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বাংলাদেশি পরামর্শক প্রতিষ্ঠান ‘এইমস এডুকেশন সল্যুশন’।
আয়োজক প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম আজাদ এসব তথ্য জানিয়ে বলেন, “কোভিড-১৯ এর কারণে গত এক বছর ধরে বিদেশে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা সঠিক তথ্যের অভাবে যথাযথভাবে ভর্তি প্রক্রিয়া শেষ করতে পারছিলেন না। তাদের সমস্যা সমাধানে এ মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি জানান, তৃতীয়বারের মতো এ আন্তর্জাতিক শিক্ষামেলা আয়োজন করতে যাচ্ছেন তারা। এর আগে মেলা কেবল মালয়েশিয়াভিত্তিক হলেও ২০১৫ সাল থেকে ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন নিজ নিজ স্টলে।
মেলায় অংশ নিতে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে কানাডার ইউনিভার্সিটি অব সাস্কাচেওয়ান, ইউনিভার্সিটি অব রেজিনা, ইউনিভার্সিটি অব মেনিটোবা, থমসন রিভার্স ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের কোভেন্টারি ইউনিভার্সিটি, মিডেলসেক্স ইউনিভার্সিটি অব লন্ডন, ইউনিভার্সিটি অব গ্রিনউইচ, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলোঙ্গন, ইউনিভার্সিটি অব ক্যানবেরা, ইউনিভার্সিটি অব টেকনোলোজি সিডনি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলোজি, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া, ইন্টারন্যশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, এশিয়া প্যসিফিক ইউনিভার্সিটি, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, মাহসা ইউনিভার্সিটি, দক্ষিণ কোরিয়ার সেজং ইউনিভার্সিটি, গাচং ইউনিভার্সিটি, উসং ইউনিভার্সিটি ও চাংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি।
আয়োজকরা জানান, মেলায় এসে শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবেন। মেলায় থাকছে ফ্রি প্রবেশের সুবিধা, ফ্রি ডকুমেন্ট অ্যাসেসমেন্ট এবং স্কলারশিপের উপর বিস্তারিত আলোচনা। এছাড়া আর্থিক প্রতারণা রোধে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে ফি পরিশোধের জন্য ঢাকা ব্যাংক মেলায় সরাসরি উপস্থিত থেকে দিক নির্দেশনা দেবে।