৫৭ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে চমক মার্কিন নারীর

Share This:
অনলাইন ডেস্ক:
৫৭ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের বারবারা হিগিনস। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি বয়সে সন্তান জন্ম দেয়া নারীদের একজন হলেন তিনি। তিনি নিউ হ্যা¤পশায়ারের একজন শিক্ষিকা। শনিবার প্রায় ৩ ঘন্টাব্যাপী অপারেশন শেষে সফলভাবে তার ডেলিভারি স¤পন্ন হয়।
তার দা¤পত্য সহযোগী কেনি বানজফ জানান, ব্রেইন টিউমারে তাদের ১৩ বছরের মেয়ে মলিকে হারানোর পর তারা আবারো সন্তান নেয়ার বিষয়ে আগ্রহ দেখান। ২০১৬ সালের ওই মৃত্যুর পরই তারা আবারো সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এটিকে কিছুটা পাগলাটেও লেগেছিল তাদের কাছে। তবে তারা বোস্টনের একটি ক্লিনিকে ভর্তি হন পরীক্ষার জন্য।
চিকিৎসকরা জানান, এখনো একটি সুস্থ সন্তান জন্ম দেয়ার মতো স্বাস্থ্যবান বারবারা। তার ধারণা, ভালো জিন থাকার কারণেই এটি সম্ভব হয়েছে।
এরপর তার ৫৭তম জন্মদিনের আগে গর্ভধারণ করেন বারবারা। হিগিনস জানান শেষ দিন পর্যন্ত তিনি গর্ভধারণ নিয়ে কোনো সমস্যা বোধ করেননি। স্বাভাবিক সময়ের প্রায় তিন সপ্তাহ পূর্বে সন্তান জন্ম দিয়েছেন তিনি। তবে দুজনই স¤পুর্ন সুস্থ আছেন। ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে জ্যাক।
২০২০ সালে ইলিনয়েসের ৬২ বছর বয়স্ক এক নারী তার কন্যার ডিম্বাণু নিয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। এর আগে ৭৩ বছর বয়স্ক এক ভারতীয় জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ২০১৯ সালে। এটিই এখন পর্যন্ত সবথেকে বেশি বয়সে সন্তান জন্ম দেয়ার ঘটনা।
Loading...