৫৭ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে চমক মার্কিন নারীর
এরপর তার ৫৭তম জন্মদিনের আগে গর্ভধারণ করেন বারবারা। হিগিনস জানান শেষ দিন পর্যন্ত তিনি গর্ভধারণ নিয়ে কোনো সমস্যা বোধ করেননি। স্বাভাবিক সময়ের প্রায় তিন সপ্তাহ পূর্বে সন্তান জন্ম দিয়েছেন তিনি। তবে দুজনই স¤পুর্ন সুস্থ আছেন। ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে জ্যাক।