৫০০ চারের পর ২০০ ছক্কার হাতছানি বিরাট কোহলির

Share This:

স্পোর্টস ডেস্ক: কলকাতা নাইট রাইডার্স গতকাল আইপিএলে তুলেছিল মাত্র ৮ উইকেটে ৮৪ রান। এই অল্প রান তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি খেলার সুযোগ পেয়েছেন মাত্র ১৭ বল। ১৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন বেঙ্গালুরু অধিনায়ক। এর মধ্যে আবার মাইলফলকও ছুঁয়েছেন কোহলি! সত্যিই, কোহলি ব্যাটিংয়ে নামলে রেকর্ড-মাইলফলক যেন টুপটাপ করে ঝরে পড়ে!

বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানটির এই মাইলফলক ছোঁয়া আইপিএলে চার মারার পরিসংখ্যানে। কলকাতার বিপক্ষে গতকাল ২টি চার মেরেছেন কোহলি। এর মধ্য দিয়ে তিনি ছুঁয়ে ফেলেন আইপিএলে ৫০০ চারের মাইলফলক। এবার তাঁর অপেক্ষা দুই শ ছক্কার মাইলফলক ধরার।

Loading...