মোহাম্মদ জহিরঃ
২৭ ফেব্রুয়ারি ঢাকাস্থ ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে ‘ডিসিএস এডুকেয়ার ইন্টারন্যাশনাল এক্সপো ২০২১’। উক্ত শিক্ষা মেলার আয়োজক দেশের স্বনামধন্য শিক্ষা বিষয়ক কাউন্সেলিং প্রতিষ্ঠান “ডিসিএস এডুকেয়ার”! মেলা চলবে সকাল ১১ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত।
মেলায় বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রীরা কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেন ও মালায়সিয়ার শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন। বিদেশী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলা, পেপারস এসেসমেন্ট, স্পট এডমিশন, স্কলারশিপ অফারসহ অসংখ্য বিষয়ের তথ্য ও সেবা নেয়ার সুযোগ করে দিচ্ছে দেশের স্বনামধন্য শিক্ষা বিষয়ক কাউন্সেলিং প্রতিষ্ঠান “ডিসিএস এডুকেয়ার”।
মেলায় যেসব কলেজ/ বিশবিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন সেগুলো হলঃ ফ্যানশো কলেজ, সেনেকা কলেজ, টরেন্টো স্কুল অফ ম্যানেজম্যান্ট, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কানাডা ওয়েস্ট, ইউনিভার্সিটি অফ স্পোর্টসমাউথ, ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিপিক ইউনিভার্সিটি, লনকোপিং ইউনিভার্সিটি, সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি ইত্যাদি ।
মেলা শেষে বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা প্রতিদিনই ডিসিএস এডুকেয়ার অফিসে এসে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য জানতে পারবেন।
মেলায় আসার জন্য ফ্রি রেজিস্ট্রেশন করতে নিচের লিঙ্কে ক্লিক করে ফরমটি পূরণ করুন।
https://dcsedu.org/international-expo-2021/
হেল্পলাইন: +88 01796520032
যোগাযোগঃ
DCS EDUCARE
Bashati Condominium, Suite 15AB,
House-15,Road No 17, Banani C/A,
Dhaka 1213
Mobile: 88 01717070812 ,+88 01796520032
Phone : +88 02 9821201,9821202
E-mail : rezacima@yahoo.com
dcs_educare@yahoo.com
https://dcsedu.org/
https://web.facebook.com/DcsEducarePvtLtd