১ স্বামীর ১৩ স্ত্রী, একসঙ্গে অন্তঃসত্ত্বা সবাই
অনলাইন ডেস্ক:
১, ২, ৩, ৪টা নয়, ১৩ জন স্ত্রী তার। এটা কোনও নতুন ঘটনা নয়, এর চেয়েও বেশি সংখ্যক স্ত্রী আছে বা ছিল অনেকেরই।
তবে এই ব্যক্তি যা করেছেন, তা করতে পারেনি আর কেউ। একসঙ্গে অন্তত ১৩ জন সন্তানের বাবা হতে চলেছেন তিনি। অর্থাৎ তার ১৩ জন স্ত্রী সবাই একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন।
ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এটিকে বিশ্ব রেকর্ড বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাহ! অলৌকিক কোনও গল্প নয়। বাস্তবেই এমন অদ্ভূত কাণ্ড ঘটিয়ে রেকর্ড করলেন তিনি। ১৩ জনকে বিয়ে করেছিলেন। এখন তার স্ত্রীরা সকলেই সন্তানসম্ভবা।
তার গর্বিত স্ত্রীরা জানান, তারা তাদের স্বামীকে খুবই ভালোবাসেন, এবং একসঙ্গে এই সুখবরে তারা খুবই খুশি। একজন স্বামীকে নিয়ে তার ১৩জন স্ত্রী ক্যামেরার সামনে পোজও দিয়েছেন।