১৬ অক্টোবর খুলছে সিনেমা হল নয়, চলচ্চিত্রের ভাগ্য
বিনোদন প্রতিবেদক: করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। সঙ্গে সঙ্গে যেন কালো মেঘ নামে পুরো চলচ্চিত্রের আকাশে। শুটিং নেই, নেই ছবি। ৬ মাস ২৭ দিন পর খুলবে সিনেমা হল। অনেকটা সময়। আগামী ১৬ অক্টোবর সারাদেশের হল খুলে দেওয়া হবে। এ খবরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সবাই। চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলেন, ‘আশা করছি হল খোলার ঘোষণা সিনেমা নির্মাণে জোয়ার বইবে। অনিশ্চয়তা কাটবে প্রযোজক-নির্মাতাদের।’
করোনার কারণে আটকে থাকা সিনেমাগুলো এবার দেখবেন দর্শক। তবে চলতি বছরের সিনেমার জন্য বড় সব উৎসবই শেষ। তার পরও সিনেমা মুক্তি পাবে এতেই খুশি সবাই। শীর্ষনায়ক শাকিব খান বলেন, ‘এখন সবার উচিত বুঝেশুনে সিনেমা মুক্তি দেওয়া। পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক নয়। তাই সিনেমা মুক্তির বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া মনে হয় না ঠিক হবে। পরিস্থিতি ভালো হলে উৎফুল্ল মনে সিনেমা মুক্তি দেব। আর দর্শকও হলে যাবেন। সিনেমা হল যেহেতু খুলবে, ছবি অবশ্যই মুক্তি পাবে।’