১২ মার্চ ঢাকায় শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২১

Share This:

মোহাম্মদ জহির:

আগামী ১২ মার্চ রোজ শুক্রবার সকাল ১০ টায় ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল- এ শুরু হচ্ছে দু’দিন ব্যাপী দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা ” প্রিমিয়ার ব্যাংক সিক্সথ ফ্যাকডক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২১ “। মেলার আয়োজক বাংলাদেশের ফরেন এডুকেশন কসালটেন্টদের সংগঠন ফ্যাকডক্যাব (Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh)। যথারীতি ১৩ মার্চ মেলা চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
তাছাড়া ১৬-১৭ মার্চ সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারেও ফ্যাকডক্যাব-এর আয়োজনে এই শিক্ষামেলা অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রেসিডেন্ট জনাব কাজী ফরিদুল হক হ্যাপী বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের মেলায় অংশ গ্রহনের আহবান জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, “আগামী ১২-১৩ মার্চ ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং ১৬-১৭ মার্চ সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে প্রিমিয়ার ব্যাংক সিক্সথ ফ্যাকডক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাকডক্যাব-এর প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের উক্ত মেলায় স্বাগত জানাচ্ছি। আমিও সেখানে উপস্থিত থাকব।”

অপর এক ভিডিও বার্তায় সংগঠনের জেনারেল সেক্রেটারি জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ বলেন, “২০০৫ সালে প্রতিষ্ঠিত ফ্যাকডক্যাব বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদিত এবং এফবিসিসিআই -এর ‘এ’ ক্যাটাগরিভুক্ত একটি বানিজ্যিক সংগঠন। গত ১০ বছরে আমাদের দেশ থেকে ৪ লাখেরও বেশী শিক্ষাথী তাদের স্বপ্নপূরনে বিদেশে গিয়েছে। আমরা চাই ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কমপক্ষে ১৫ লাখ শিক্ষার্থী যেন বিদেশে পড়তে যেতে পারে। সে লক্ষেই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারই ধারাহিকতায় আমরা এবার আয়োজন করতে যাচ্ছি দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা,  প্রিমিয়ার ব্যাংক সিক্সথ ফ্যাকডক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২১, যা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২-১৩ মার্চ ঢাকাস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং ১৬-১৭ মার্চ সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে।”

আয়োজকদের সুত্রে জানা গেছে, ঢাকায় উক্ত শিক্ষামেলায় ৭৫ টি স্টল থাকছে। আর ৩৫টিরও বেশী কন্সালটেন্সি ফার্ম অংশগ্রহণ করছে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সঠিক গাইডলাইন দিতে এই শিক্ষামেলার আয়োজন করা হচ্ছে। মেলায় ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ইটালী, সুইডেন, নরওয়ে, ফি্নল্যান্ড, রাশিয়া, ইউক্রেন, হাঙ্গেরি, চেক রিপাব্লিক, স্লোভাকিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, গ্রীস, মালয়েশিয়া, ইন্ডিয়া, চীন, জাপান, কোরিয়াসহ অন্যান্য দেশের টপ র‍্যাংকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐসব দেশে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য মেলায় আগত শিক্ষার্থীদের জানাবেন।

Loading...