১২২ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ!

Share This:

অনলাইন নিউজ:

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশি বোলাররা। সাকিব আল হাসান ও হাসান মাহমুদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১২২ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ।

এদিন টসে জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের উপর চড়া বোলিং করতে থাকে বাংলাদেশের বোলাররা। দ্বিতীয় ওভারেই সুনীল অ্যামব্রিসের উইকেট নিয়ে দাপুটে শুরু করেন মুস্তাফিজুর রহমান। এরপর বৃষ্টির কারণে এক ঘন্টা খেলা বন্ধ থাকে। বিরতির পর মুস্তাফিজের শিকারে পরিণত হন জশুয়া ডি সিলভা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবীয়রা।
নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের জার্সিতে দারুণ শুরু করলেন সাকিব আল হাসান।

প্রত্যাবর্তনের ম্যাচে ৭.২ ওভারে ৭ রানের খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়াও তিন উইকেট নিয়েছেন ওয়ানডের জার্সিতে অভিষিক্ত হাসান মাহমুদ।
বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২০/২, হাসান মাহমুদ ২৮/৩, মেহেদী হাসান মিরাজ ২৯/১ ও সাকিব আল হাসান ৮/৪ উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কাইল মেয়ার্স (৪০) ও রোভম্যান পাওয়েল (২৮)।
Loading...