১১ মার্চ ঢাকায় যুক্তরাজ্যের উলভারহাম্পটন ইউনিভার্সিটির প্রতিনিধি উপস্থিত থাকবেন এডুভাইজরস অফিসে

Share This:

মোহাম্মদ জহির:

আগামীকাল ১১ মার্চ ঢাকাস্থ স্বনামধন্য এডুকেশন কাউন্সেলিং হাউজ ‘এডুভাইজরস’-এ যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। অপরাহ্ন ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেমিনার চলবে। উক্ত সেমিনারে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ১৯০ বছরের পুরাতন পাব্লিক ফান্ডেড উলভারহাম্পটন ইউনিভার্সিটির রিজিওনাল ম্যানেজার মি. ক্রান্তি।

মি. ক্রান্তি যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদেরকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তি, পড়াশুনার জন্য অর্থায়ন, বৃত্তির সুযোগ, ইন্টার্নশিপ, একোমোডেশন, ভিসার আনুষ্ঠানিকতা এবং ক্যারিয়ারের সম্ভাবনার যাবতীয় তথ্য অবহিত করবেন।

এডুভাইজরস-এর প্রধান নির্বাহী জনাব আলী জাবেদ যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের উক্ত সেমিনারে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

যোগাযোগ :

Eduvisors

1st Floor (North), House No – B/185, Lane -21, Mohakhali, DOHS
Dhaka , Bangladesh

Phone: +880 1777377617

Loading...