হাসপাতালে ভর্তি তামিল সুপারস্টার রজনীকান্ত

Share This:

অনলাইন ডেস্ক:

তামিল সুপারস্টার থালাইভা রজনীকান্তকে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিন আগেই ‘‌অনন্ত’‌–এর সেটে আটজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। যদিও অভিনেতার কোভিড–১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি রক্তচাপের ওঠানামার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। রক্তচাপের বদল ও ক্লান্তির কারণে তাঁকে হায়দরাবাদে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (‌২৫ ডিসেম্বর) সকালে অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকে রজনীকান্তের শারীরিক অবস্থার এক বিবৃতি দেয়া হয়েছে।

চিকিৎসকদের মতে, অভিনেতার রক্তচাপ ক্রমাগত ওঠানামা করছিল। তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার আগে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।

বিবৃতিতে বলা হয়েছে, রজনীকান্ত আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন । তিনি গত ১০দিন ধরে হায়দরাবাদে শুটিং করছেন। ছবির সেটের কয়েকজন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। ২২ ডিসেম্বর অভিনেতার কোভিড টেস্ট হয় এবং তা নেগেটিভ আসে। তাও তিনি নিজেকে আইসোলেট করে রেখেছিলেন এবং তাঁর ওপর কাছ থেকে নজরদারি চলছে‌। তবে তাঁর শরীরে করোনার কোনও উপসর্গ নেই, রক্তচাপের ওঠানামার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Loading...