সিলেটে শুরু হয়েছে ফ্যাকডক্যাব-এর আন্তর্জাতিক শিক্ষামেলা
মোহাম্মদ জহির:
আজ (১৬ মার্চ) সকাল ১০টায় সিলেটস্থ আমান উল্লাহ কনভেনশন সেন্টারে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষামেলা “প্রিমিয়ার ব্যাংক সিক্সথ ফ্যাকডক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২১”। বাণিজ্য মন্ত্রনালয়ের তালিকাভুক্ত এবং এফবিসিসিআই -এর ‘এ’ রেটেড বানিজ্যিক সংগঠন ‘ফ্যাকডক্যাব” (ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এ মেলার আয়োজক। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রিমিয়ার ব্যাংক।
আগামীকালও সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই মেলা চলবে।
এ শিক্ষামেলা শিক্ষার্থী, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, শিক্ষকও অভিভাবকদের সরাসরি সেতু বন্ধন হিসেবে কাজ করে চলেছে। একই ছাদের নিচে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, স্পট অ্যাডমিশন, শিক্ষা লোন, ভিসা প্রোসেসিং, ভর্তির সময়কাল, বসবাসের খরচ, শিক্ষাবৃত্তি, সেশনসহ যাবতীয় তথ্য জানার ব্যবস্থা থাকবে মেলায়।
সংগঠনটির প্রেসিডেন্ট জনাব কাজী ফরিদুল হক হ্যাপী বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের মেলায় অংশ গ্রহনের আহবান জানিয়ে এক ভিডিও বার্তায় বলেন, “আগামী ১৬-১৭ মার্চ সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে প্রিমিয়ার ব্যাংক সিক্সথ ফ্যাকডক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২১ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাকডক্যাব-এর প্রেসিডেন্ট হিসাবে আমি আপনাদের উক্ত মেলায় স্বাগত জানাচ্ছি। আমিও সেখানে উপস্থিত থাকব।”
মেলার আয়োজন প্রসংগে জেনারেল সেক্রেটারি জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ বলেন, “২০০৫ সালে প্রতিষ্ঠিত ফ্যাকডক্যাব বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমোদিত এবং এফবিসিসিআই -এর ‘এ’ ক্যাটাগরিভুক্ত একটি বানিজ্যিক সংগঠন।গত ১০ বছরে আমাদের দেশ থেকে ৪ লাখেরও বেশী শিক্ষাথী তাদের স্বপ্নপূরনে বিদেশে গিয়েছে। আমরা চাই ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কমপক্ষে ১৫ লাখ শিক্ষার্থী যেন বিদেশে পড়তে যেতে পারে। সে লক্ষেই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারই ধারাহিকতায় আমরা এবার আয়োজন করতে যাচ্ছি সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা।”
আয়োজকদের সুত্রে জানা গেছে, মেলায় বিশ্বের ৩০০’র বেশি টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐসব দেশে ফাউন্ডেশন, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তি, পড়াশুনার জন্য অর্থায়ন, বৃত্তির সুযোগ, ইন্টার্নশিপ, একোমোডেশন, ভিসার আনুষ্ঠানিকতা এবং ক্যারিয়ারের সম্ভাবনার যাবতীয় তথ্য মেলায় আগত শিক্ষার্থীদের অবহিত করবেন।