সিডনি প্রবাসী কবি বি এম হায়দারের কবিতা “করোনায় পৃথিবী উপলব্ধি”
করোনায় পৃথিবী উপলব্ধি
বি এম হায়দার
******************
(ভিনদেশী লেখকের উপলব্ধি
অবলম্বনে নিজ ভাবনা রুপান্তরিত আকারে তুলে ধরা হোলো। )
চেনা পৃথিবীতে ঘুমিয়েছিলাম,
জেগে এক অজানা
পৃথিবীকে দেখলাম।
হঠাৎ করেই দেখলাম___
যাদুর শহর ডিজনী যাদুহীন,
রোমান্টিক প্যারিস বিবর্ন
ভাবলেশহীন ।
স্বপ্নের নিউইয়র্ক,স্বপ্ন ভঙ্গ
বাস্তবতায চু্র্ন বিচু্র্ন৷।
চীনের প্রাচীর আর
দুর্গম দুর্গ নয়।
পু্র্নতা হারাচ্ছে, পৃথিবীর দেশ
সব স্বয়ং সম্পুর্ন,
মহামিলনের পুন্য ভুমি
মক্কা আজ জনশুন্য।
আলিঙ্গন আর চুম্বন,
আত্মঘাতি মরনাস্ত্রে পরিনত।
মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব,
আপন জনের সান্নিধ্য,
ভালোবাসা হয়ে রইলো না
হলো মৃত্যু ফাদেঁ রূপান্তরিত।
উপলদ্ধি করলাম____
শক্তি সৌন্দর্য আর
অর্থ মুল্যহীন,
কখনো দিতে পারবে না
আর সেই অক্সিজেন,
যার জন্য প্রতিনিয়ত করছি
সবাই প্রানতিপাত।
পথিবী নিজ আবর্তেই চলছে,
শুধুমাত্র মানব কুলকে সে
খাঁচায় বন্দি করে ফেলেছে ।
মনে হয় এ এক মহাবার্তা
আমাদের জন্য____
প্রয়োজন নেই তোমাদের
এ পৃথিবীতে,
তোমাদের ছাড়াই
প্রাকৃত তার নিজ ভুবনে
অাকাশ, মাটি আর
জলরাশি নিয়ে পরিপুর্ন।
তোমরা শুধুই বিশৃঙ্খলা করো।
মনে রেখো, যে দিন অবার
পুর্বের পৃথিবীতে ফিরবে,
সেদিন আর প্রভু নয়,
শুধু অতিথি হয়েই
ফিরে আসবে।।