সাদিয়া আফরিনের নতুন দুই বই আসছে অমর একুশে বইমেলায়

Share This:

মোহাম্মদ জহির:

তরুন কবি সাদিয়া আফরিনের নতুন দুই কাব্যগ্রন্থ ‘মন ও ডুবুরি’ এবং ‘ভাবনার ভায়োলিন’ আসছে অমর একুশে বইমেলা ২০২৩-এ। কবিতার বই মন ও ডুবুরি প্রকাশ করেছে সপ্তডিঙা প্রকাশন এবং অন্যদিকে অক্ষরবৃত্ত প্রকাশ করেছে ভাবনার ভায়োলিন।

গাইবান্ধা জেলায় জন্ম নেয়া কবি সাদিয়া আফরিন বড় হয়েছেন চট্টগ্রামে। বাবা প্রফেসর আজিজুল বারী একজন প্রথিতযশা শিক্ষক, কলামিস্ট এবং লেখক। আর মা সুরাইয়া বেগমও পেশায় একজন শিক্ষিকা।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত দুই সন্তানের জননী সাদিয়া আফরিন অর্থনীতিতে মাস্টার্স-এর পাশাপাশি সফটওয়্যার ইঞ্জিয়ারিং-এ ডিপ্লোমা করেছেন।তার স্বামী প্রফেসর ডঃ মোহাম্মদ জাভেদ হোসেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্ট-এর শিক্ষক।

সাদিয়া আফরিনের প্রকাশিত বইঃ-

দহন দিনের জোছনা ফুল (প্রথম একক কাব্যগ্রন্থ-২০২১)
তিথি কাব্য (প্রথম সম্পাদিত কাব্য সংকলন- ২০২১)
তোমার দুরন্ত ডানায় (দ্বিতীয় সম্পাদিত কাব্য সংকলন – ২০২২)
ভাবনার ভায়োলিন (একক কাব্যগ্রন্থ ২০২৩)
মন ও ডুবুরী (একক কাব্যগ্রন্থ ২০২৩)

Loading...