শ্লোগান দিয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর
অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধা সাতটার দিকে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা যায়, ৫০-৬০ জন লোক আওয়ামী লীগের দলীয় ও জয় বাংলা শ্লোগান দিয়ে কার্যালয়ে ঢুকে টেবিল-চেয়ার ব্যানার ফেস্টুনসহ অন্যান্য আসবাব ভাংচুর করে।
প্রত্যক্ষদশীরা জানান, মাগরিবের নামাজ শেষ হওয়ার আগেই হামলা চালায়। এতে আসে পশের দোকানদার ও বাড়িঘরের বাসিন্দারা দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় দোকানদাররা দ্রুত সাটার বন্ধ করে সরে পড়েন। উপজেলা ও পৌর বিএনপি এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তাদের দাবী হামলার সময় আওয়ামী লীগের দলীয় শ্লোগান ও জয়বাংলার শ্লোগান দিয়ে ভাংচুর করে পুরো অফিস তছনছ করে দিয়েছে। এবং কার্যালয়ের ভিতরে থাকা তিন থেকে চারশত চেয়ার আট থেকে দশটি টেবিল এবং অনেকগুলো ফ্যান লাইট ও টিভি ভাংচুর করা হয়েছে।
কলাপাড়ার ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা নজির বিহীন উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, সরকারি দলের ক্যাডাররা দিশেহারা হয়ে বিরোদী দলকে দমনের জন্য এমন ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই সন্ত্রাসীদের হামলার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ফুটেজ দেখে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবী করছি। তিনি আরও বলেন, আগামী ৫ নভেম্বরে বরিশালের বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এর তীব্র নিন্দা জানাই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার বলেন, কে বা কারা হামলা করেছে জানি না। হামলাকারী কারা? ভিডিও করে রাখুক পরবর্তীতে আমরা দেখবো।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যড. হাফিজুর রহমান চুন্নু বিষয়টি আমাকে অবহিত করেছেন। লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত সাপেক্ষ্য ব্যবস্থা গ্রহণ করবো।