আজ (৫ নভেম্বর) বাংলাদেশের ফরেন এডুকেশন কসালটেন্টদের সংগঠন ফ্যাকড-ক্যাব এর আয়োজনে শুরু হয়েছে ‘ওয়েল এডুকেশন ফ্যাকড-ক্যাব ক্রিকেট টুর্নামেন্টে ২০২০’। এবারের এই প্রীতি টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোহাম্মদ খুরশিদ আলম রিপনের অলস্টার পিনাকল, আনিসুজ্জামান আনিসের ফেইথ ফাইটারস, শাহরিয়ার ফেরদৌস-এর এক্সপ্রেস আইকনস, ওয়ালী উল্লাহ’র লাইকা স্ট্রাইকারস এবং মেহেদী হাসানের এসএইচসি গ্ল্যযাডিয়েটরস।
সংগঠনের সকল সদস্য এবং শুভাকাংখীদের উপস্থিতিতে এক আনন্দঘন উদসবমুখর পরিবেশে শ্যামলী প্লে গ্রাউন্ডে আজ সকাল ৮টায় শুরু হয় এই টুর্নামেন্ট । ১৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
আজ প্রথম ম্যাচ সকাল ৮টায় শুরু হয় ফেইথ ফাইটারস বনাম এক্সপ্রেস আইকনস -এর মধ্য, দ্বিতীয় মাচে অংশ নেয় অলস্টার পিনাকল এবং এসএইচসি গ্ল্যযাডিয়েটরস।
ফ্যাকড-ক্যাব সভাপতি জনাব কাজী ফরিদুল হক হ্যাপি, জেনারেল সেক্রেটারী জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি জনাব সাজ্জাদ পারভেজ, সহ-সভাপতি জনাব মরতুজা হোসেন হিমেল, জনাব মনিরুল হক, জনাব মুখলেসুর রহমান মিল্টন, জনাব লুমান খান টিটুসহ অন্যান্যরা মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
প্রথম ম্যাচ
ফেইথ ফাইটারস বনাম এক্সপ্রেস আইকনস
বিজয়ীঃ এক্সপ্রেস আইকনস
ম্যান অফ দি ম্যাচঃ এল্ড্রিন সরকার
দ্বিতীয় ম্যাচ
অলস্টার পিনাকল বনাম এসএইচসি গ্ল্যযাডিয়েটরস
বিজয়ীঃ অলস্টার পিনাকল
ম্যান অফ দি ম্যাচঃ সোহেল রানা
অলস্টার পিনাকল:
ফেইথ ফাইটারস:
এক্সপ্রেস আইকনসঃ
এসএইচসি গ্ল্যযাডিয়েটরসঃ
লাইকা স্ট্রাইকারস