মোহাম্মদ জহির, মাহমুদুল হাসান: আগামী ৫ নভেম্বর বাংলাদেশের ফরেন এডুকেশন কসালটেন্টদের সংগঠন ফ্যাকড-ক্যাব এর আয়োজনে শুরু হচ্ছে ‘ফ্যাকড-ক্যাব ক্রিকেট টুর্নামেন্টে ২০২০’। এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫টি দল।
গত ২০ অক্টোবর ঢাকাস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে ব্যাপক আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠিত হল প্লেয়ারস অকশন ডে । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকড-ক্যাব সভাপতি জনাব কাজী ফরিদুল হক হ্যাপি এবং সাথে ছিলেন জেনারেল সেক্রেটারী জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জনাব সাজ্জাদ পারভেজ, সহ-সভাপতি জনাব মরতুজা হোসেন হিমেল, জনাব মনিরুল হক, জনাব মুখলেসুর রহমান মিল্টন, জনাব লুমান খান টিটু, স্পোর্টস কমিটির কনভেনর জনাব মোহাম্মদ খুরশিদ আলম রিপন এবং সদস্য সচিব জনাব মোহাম্মদ তফাজ্জল হোসেন অলড্রিনসহ অন্যান্যরা।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোহাম্মদ খুরশিদ আলম রিপনের অলস্টার পিনাকল, আনিসুজ্জামান আনিসের ফেইথ ফাইটারস, শাহরিয়ার ফেরদৌস-এর এক্সট্রা আইকনস, ওয়ালী উল্লাহ’র লাইকা স্ট্রাইকারস এবং মেহেদী হাসানের এসএইচসি গ্ল্যযাডিয়েটরস। উল্লেখ্য গতবার চ্যাম্পিয়ন হয়েছিল মনিরুল হকের সানজেন টাইগার্স আর রানার্স আপ হয়েছিল রেজাউল করিমের ডি সি এস এডুকেয়ার৷
এবারের টুর্নামেন্টে যেসব প্লেয়ার যে দলে খেলবেনঃ
অলস্টার পিনাকলঃ
সাজ্জাদ পারভেজ, খুরশিদ আলম রিপন, মুগ্ধ, মেহেদি, চন্দন, করিম, সুমন, নাহিদ, বাদশা, রেজাউল করিম, মিল্টন, আখতার, জুয়েল, হাসানুল বান্না, সম্রাট৷
ফেইথ ফাইটারসঃ
আনিস, হিমেল, ইমন, মাহফুয, প্রিন্স, মানিক, জাহাঙ্গির, শাকিল, রাসেল, মামুন, অয়ন, মাহমুদুল, কিরন, আরিফ, হাসানুর, আলি যাবেদ৷
এক্সপ্রেস আইকন:
শামীম, শাহরিয়ার, এলড্রিন, আতিফ, শিমুল, লুমান, প্রিন্স, সাফায়েত, রুপক, অপু, সাইফুল, টিপু, মাঝহারুল
লাইকা স্ট্রাইকারঃ
হ্যাপী, মনিরুল, ওয়ালি, জাহিদুল, শুভাসিস, ওয়াস্তি, টিপু, সানজিদ, নিরু, হারুন, মোর্শেদ , তপন, আশিকুর, সৈকত, রউফ, কামাল
এসএইচসি গ্ল্যাডিয়ে্ট্ররসঃ
তারেক, মেহেদি, রাশেদ, লোহিত, দিপু, শাহিন, হাসানুর, জাহাঙ্গির, হাসান, সামিউল, সৈকত, তারিফ, অকিল, সাকিব, মানিক, টিপু
*এই প্রতিবেদনের তথ্য এবং ছবি সরাবরাহ করেছেন জনাব মাহমুদুল হাসান