মুখোশ
– শুকরিয়া মামুন
আমি দেখেছি বিবর্ন গাছের পাতা,
আমি দেখেছি কাঠালি চাপার গন্ধ কতটা মায়াময়।
আমি দেখেছি স্বার্থপর মানুষের মুখোশপরা মুখ,
আমি কেঁদেছি ব্যর্থ মানুষকে পড়তে দেখে,
আমি সয়েছি আঘাত নিয়ে ক্ষতস্থানকে ঢেকে চলতে।
আমি হেসেছি, আমি কেঁদেছি, আমি ওঠে দাঁড়িয়ে চিৎকার করে বলি, বসন্তের কোকিল আমার চাই না। আমি আমাতেই বেশ ভালো আছি।
সময় কেটে যায় সময় আর অসময়ের মিশ্রনে।