লকডাউনে চলাচল করতে লাগবে মুভমেন্ট পাস: উদ্বোধন হলো অ্যাপস
নিউজ ডেস্ক:
লকডাউন চলাকালে বাইরে চলা-ফেরা নিয়ন্ত্রণে মুভমেন্ট পাস চালু করছে পুলিশ। মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপসের উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ ।
এসময় তিনি বলেন, বিশেষ প্রয়োজনে যারা বের হবেন তাদরে মুভমেন্ট পাস নিতে হবে। বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেয়া যাবে না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবেন না, বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে। পুলিশকে সবাই সহযোগিতা করবেন।
সকলকে মাস্ক পড়ার আহবান জানিয়ে আইজিপি বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শারীরিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়া। এসব বিধি আমাদের মনোযোগ ও আন্তরিকতা দিয়ে মানতে হবে।
গতবছর যেভাবে আমরা করেনার সংক্রমণ নিয়ন্ত্রণ করেছি, এবারো দ্বিতীয় ওয়েভ নিয়ন্ত্রণ করবো। গতবছর লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। এবারো গত দুদিন ধরে ঢাকা ছাড়ছেন, এগুলো ঠিক না।