
যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং -এর ক্ষেত্রে Sure Success EDU Consultancy’র ব্যাপক সাফল্য
মোহাম্মদ জহির
শিক্ষাই জাতির মেরুদণ্ড। Sure Success Education Consultancy মনেপ্রাণে বিশ্বাস করে যে, শিক্ষা একটি মৌলিক অধিকার এবং প্রত্যেকেরই মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ থাকা উচিত। শিক্ষা পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য বিনিয়োগের সর্বোত্তম বিকল্প মাধ্যম। উচ্চমানের শিক্ষা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মানব সম্পদ উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম।
Sure Success Education Consultancy বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক শিক্ষা পরামর্শদাতা, যা বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর অধ্যায়নের জন্য আগ্রহী প্রতিটি ছাত্র-ছাত্রীকে সার্বিক সহায়তা করে থাকে । Sure Success Education Consultancy’ র বিশেষজ্ঞ দল সবসময় উচ্চমানের শিক্ষা, বৈশ্বিক অবস্থা, ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের জন্য দেশ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারন করতে তৎপর।
যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্, মাল্টা, হাঙ্গেরী, ইউক্রেন, গ্রীস, স্পেন, রাসিয়া, দুবাই, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়ায় ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে Sure Success Education Consultancy এর ধারাবাহিক সাফল্য চমৎকার। প্রধান নির্বাহী জনাব মোঃ সাইফুল ইসলাম– এর নেতৃত্বে Sure Success Education Consultancy–এ রয়েছে অভিজ্ঞ এবং ট্রেইন্ড কন্সাল্টেন্টদের গ্রুপ যারা বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি, স্কলারশিপ এবং ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করছেন ।
যুক্তরাষ্ট্রে ভিসা সাফল্যঃ

যুক্তরাষ্ট্রের অনেকগুলো সুখ্যাতি অর্জনকারি ইউনিভার্সিটির সাথে Sure Success Education Consultancy কাজ করে যাচ্ছে শুরু থেকে। ২০২১ সালে ছাত্র- ছাত্রীদের স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে Fall, Spring, এবং Summer ইন্টেকে Expert Consultant ৯৮% সফলতা অর্জন করেছে। ছাত্র-ছাত্রীদের ভালবাসা, নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্যের গোপনীয়তা রক্ষা, নির্ভুল প্রক্রিয়া , সঠিক সময় নির্ধারন, সঠিক নিয়মকানুন, সততা, অক্লান্ত পরিশ্রম Sure Success Education Consultancy এর সফলতার চাবিকাঠি।
শিওর সাকসেস এডুকেশন কনসালটেন্সী-এর বিশেষত্ব হল বিদেশে ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/দেশ নির্বাচন, কোর্স কাউন্সেলিং, বৃত্তি, শিক্ষা ব্যবস্থা, লাইফ স্টাইল, পার্টটাইম চাকুরী, থাকা-খাওয়ার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং গাইডলাইন প্রদান করে । বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণ, ফি জমা দেওয়া থেকে শুরু করে ভিস প্রসেসিং-এর প্রতিটি ধাপে ছাত্রছাত্রী এবং অভিবাকদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করে।
যুক্তরাজ্য, কানাডা, ইউএসএ, মাল্টা, হাঙ্গেরী, ইউক্রেন, গ্রীস, স্পেন, রাসিয়া, দুবাই, মালয়েশিয়া, দক্ষিন কোরিয়াসহ বিভিন্ন দেশে ভর্তি এবং ভিসা প্রসেস সম্পর্কে বিস্তারিত জানতে শিওর সাকসেস এডুকেশন কনসালটেন্সী অফিসে যোগাযোগ করতে পারেন নিম্ন ঠিকানায়:
Facebook: https://facebook.com/ssecbd/
Youtibe: https://youtube.com/channel/UC_BVDV1tpBJiKck-qavRUmQ
WhatsApp : 01684981818 (12PM – 8PM)
✆ Mobile : 01974981818/01974981819
Sure Success Education Consultancy
50/1 Obl Habib Centre, Purana Paltan Dhaka.
01974981818 • 01974981819
info@ssecbd.com