মিয়ানমারের রাস্তায় রক্তস্রোত; ১ দিনেই নিহত ১২
অনলাইন ডেস্ক:
মিয়ানমারের রাস্তায় রক্তবন্যা থামছেই না। দেশটির মায়াং শহরের এক মিছিলেই গুলি চালিয়ে আটজনকে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবার (১১ মার্চ) একদিনে মোট ১২ জন মারা গেছেন পুলিশের হাতে। জাতিসংঘের উর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানিয়েছে সিএনএন জানিয়েছে। মিয়ানমারের এসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস (এএপিপি) জানিয়েছে, সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভে নামলেই নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ।
পুলিশি নির্যাতনের কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। একটি ছবিতে দেখা যায়, একজন বিক্ষোভকারী রাস্তায় পড়ে আছেন, তার মাথা ফেটে মস্তিষ্ক রাস্তায় গড়াচ্ছে।