মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশি গ্রেফতার
অনলাইন নিউজ:
মালয়েশিয়া পুলিশ ১৯ বাংলাদেশিসহ ২১ অবৈধ অভিবাসীকে আটক করেছে। আটক বাংলাদেশিরা সবাই পুরুষ। বাকি দু’জন ইন্দোনেশিয়ার নারী। তাদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। এ খবর দিয়েছে মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা বারনামা। এতে বলা হয়েছে, সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট শাহ আলম এলাকায় দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায়। ওই দুটি প্রতিষ্ঠানকে আসলে পোশাক তৈরির কারখানা বানিয়ে ফেলা হয়েছে। সেলাঙ্গর ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ শুকরি নাবী বলেছেন, চার ঘন্টা ধরে চলে অভিযান।