‘মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা’ পুলিশের ৫ লক্ষ্যের একটি

Share This:
নিউজ ডেস্ক: পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. সোহেল রানা বলেছেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের উদ্যোগ, নেতৃত্বে এবং নির্দেশনায় পুলিশ সদর দপ্তর পাঁচটি মূল লক্ষ্য নির্ধারণ করে পুলিশকে জনবান্ধব করতে এবং পুলিশের সেবার মান বাড়াতে কাজ করছে।
আজ সোমবার এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
‘এই পাঁচটি মূল লক্ষ্যের অন্যতম একটি হচ্ছে মাদকের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা। পুলিশের কোনো সদস্য যদি মাদক ব্যবসার সঙ্গে কোনোভাবে জড়িয়ে যান বা মাদক ব্যবসায় কাউকে সহযোগিতা করেন এবং নিজেরা যদি কখনো মাদক গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে’, বলেন তিনি।
এরই ধারাবাহিকতায় পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মাঠ পর্যায়ের ইউনিটগুলো ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে বলেও জানান তিনি।
এআইজি সোহেল রানা বলেন, ‘পুলিশের যেসব সদস্য মাদক গ্রহণ করে থাকতে পারেন বা করেছেন, এমন সন্দেহ হলে তাদেরকে ডোপ টেস্ট করছি এবং প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি।’
‘পাশাপাশি মাদকের সঙ্গে যেকোনো প্রকারের সম্পৃক্ততার প্রমাণ পেলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’, যোগ করেন তিনি।
Loading...