মাছ ধরতে পুকুরে ফেলল জাল, উঠল পালসার মোটরসাইকেল
নিউজ ডেস্ক:
ইজারা নেওয়া একটি পুকুরে মাছ ধরার জন্য জাল ফেললে ভারি কিছু ধরা পড়ে এতে। স্থানীয় লোকজনের সহায়তা জালটি অনেক কষ্টে ওপরে উঠানোর পর জালে থাকা জিনিস দেখে চোখ উপরে উঠে যায় সবার। না জালে কোনও মাছ আসেনি, আবার রূপকথার সেই জাদুর কোনও কলসও ওঠেনি। বরং জালে উঠেছে ১৫০ সিসির একটি মোটরসাইকেল।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামে। স্থানীয় গোলাম হোসেনের জালে এ মোটরসাইকেল ধরা পড়ে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তিনি পুকুরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারনা, উদ্ধার করা কালো রঙের মোটরসাইকেলটি কিছুদিনেরে ব্যবহৃত বলে মনে হচ্ছে। এলাকার কারও চুরি বা ছিনতাই করা হতে পরে। হয়তো অপরাধীরা তা সামলাতে না পেরে পুকুরে ফেলে দিয়েছে। মোটারসাইকেলটির কোনও নম্বর প্লেট নেই।
বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, মোটরসাইকেলটির প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।