মজনুকে ধর্ষক হিসেবে শনাক্ত করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

Share This:

মজনুকে ধর্ষক হিসেবে শনাক্ত করে আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী।

সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মৎ কামরুন্নাহারের আদালতে সাক্ষ্য দেন ধর্ষণের শিকার ওই তরুণী।

সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ জানিয়েছেন, সাক্ষ্য দেওয়ার শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় দাঁড়ানো মজনুকে ধর্ষক বলে শনাক্ত করেন ওই ছাত্রী।

৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ঢাকার কুর্মিটোলা বাস স্টপেজে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবির শিক্ষার্থী।

পরে ছাত্রীর বাবা বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র‌্যাব।

Loading...