ভিসা জটিলতায় দেব- মিতু, বাতিল হতে পারে সিনেমার শুটিং পরিকল্পনা

Share This:

বিনোদন ডেস্ক:

ওপার বাংলার সুপারস্টার দেবের সঙ্গে ‘কমান্ডো’ শিরোনামের একটি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন এপার বাংলার জাহারা মিতু। সিনেমার প্রথম লটের চিত্রায়ণ হয়েছে কলকাতায়। কথা ছিল পরের লটের কাজ হবে থাইল্যান্ডে। কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি।

পরে পরিকল্পনা করা হয় দুবাই চিত্রায়ণ করার। পরিকল্পনা অনুযায়ী ১৪ অক্টোবর লোকেশন দেখতে দুবাই গিয়েছিলেন দেব। তার সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক শামীম আহমেদ রনী এবং কলকাতার টিম। বাংলাদেশ থেকে পুরো টিম দুবাই রওনা হওয়ার কথা ছিল ২৯ অক্টোবর। ১ নভেম্বর থেকে সেখানে চিত্রায়ণের পরিকল্পনা করেছিলেন নির্মাতা। কিন্তু ভিসা জটিলতায় আটকে গেলো সে পরিকল্পনাও।
খোঁজ নিয়ে জানা গেছে, দুবাইয়ের শুটিং পরিকল্পনাও বাতিল হতে পারে। কারণ সবার ভিসা দেয়নি দুবাই দূতাবাস। বাংলাদেশ থেকে যারা আবেদন করেছিল তাদের ভিসা হলেও ভারতের টেকনিক্যাল টিমের অনেকেরই ভিসা হয়নি। তাই বাংলাদেশ-ভারতেই বাকি অংশের চিত্রায়ণ করতে হবে। এখন সে পরিকল্পনাই করছে টিম।
Loading...