ভালবাসা দিবসে রাবিতে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ

Share This:

নিউজ ডেস্ক:

আজ বিশ্ব ভালোবাসা দিবস। তবে এই দিনটি উদযাপনে ভিন্ন রকম আয়োজনে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেম বঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির পিছনের আমতলা থেকে সংঘের নেতাকর্মীরা এ প্রতিবাদ মিছিল শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে মিলিত হয়। এর আগে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন ছিল।

প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’।

মিছিল শেষে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে উদ্বুদ্ধ করে একটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়া দুপুরে অনাথ ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছে তারা।

 

Loading...