বি এম হায়দারের কবিতা “চরম সত্য”
চরম সত্য
বি এম হায়দার
***************
জীবনের শেষ চরম সত্য,
ফিরে যেতে হবে সেথা,
এসেছি হতে যেথা।
জানি না কবে, তবে সত্য,
এক দিন চলে যাবো,
সবার স্মৃতির অন্তরালে
হারিয়ে যাবো।
কবির ভাষায়,যে দিন পরবে না
মোর পায়ের চিন্হ এই ঘাটে,
সে দিন কেউ কি আমায় মনে
রাখবে বটে ।
পথ হারালে কেউ শুধাবে না,
পথ হারিয়েছ ।
ক্লান্ত হয়ে নীড়ে ফিরলে,
কেউ জানতে চাইবে না
কোথায় ছিলে ।
মাঝরাতে দুঃস্বপ্ন দেখে
জেগে উঠলে,
স্ত্রী রেখে স্নেহময় হাত কপালে,
আর কি জানতে চাইবে,
তোমার কি শরীর খারাপ ।
অফিস ফেরত, অভুক্ত থেকে
বাড়ি ফিরলে,
মমতাময় হাত মাথায় রেখে,
মা কি আর জানতে চাইবে,
সারাদিন কি খেয়েছিস?
বাবা তাঁর গুরুগম্ভীর গলায়
আর কি উপদেশ দেবে,
নিয়ম মেনে চলো, নইলে
শরীর খারাপ হবে।
পুত্র-কন্যারা, বুকের পরে
ঝাঁপিয়ে পরে,
আব্দারে আব্দারে,মন কি আর
ভরিয়ে দেবে ।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব
দুরের কাছের,
যা ছিলো সম্বল, তা দিয়েই
দেখতে চেষ্টা করেছি তাদের।
ছুটে গেছি, সবার সব
বিপদের সময়,
আজ নাইবা সবাই
মনে রাখলো আমায়।
শুধু বলবো, ভুলে যেয়ো না,
এক দিন আমিও ছিলাম,
তোমাদের মাঝে,
তোমাদের চলার পথে।
ভাগ করেছি, সুখ দুঃখ,
কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে।
আজ আমি নেই,
একদিন তুমিও থাকবে না,
এ পৃথিবী চিরদিন,বুক দিয়ে
আগলে কাউকেও রাখবে না।