বিনামূল্যে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন যেভাবে

Share This:

অনলাইন ডেস্ক:

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সম্প্রতি প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালু হয়েছে প্ল্যাটফর্মটির। ফলে অতিরিক্ত অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। বিজ্ঞাপন ছাড়াও ভিডিও, ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক ইত্যাদির মতো অনেক ফিচার পাবেন সাবস্ক্রিপশন থাকলে। যদিও এজন্য মাসে বা বছরে চার্জ দিতে হয় কিছু। চাইলে বিনামূল্যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতে পারেন।

জেনে নিন কীভাবে বিনামূল্যে ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন-

>> বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেতে ইউটিউব অ্যাপ খুলে প্রোফাইলে যান।
>> এখানে আপনি ইউটিউব প্রিমিয়ামের অপশন দেখতে পাবেন।
>> তাতে ক্লিক করলেই ৩ মাসের ফ্রি ট্রায়াল অপশন দেখতে পাবেন। এবার আপনাকে ব্যাংকের বিবরণ বা ক্রেডিট কার্ডের বিবরণও লিখতে হবে। যার কারণে ৩ মাস পর থেকে সাবস্ক্রিপশনের জন্য টাকা কাটতে শুরু করবে।
>> তবে বিনামূল্যে সাবস্ক্রিপশনটি ৩ মাস পর্যন্ত ব্যবহার করে বাতিল করলে আর টাকা দিতে হবে না।
>> এক্ষেত্রে ২টি জি-মেইল আইডি দিয়ে দুইবার অর্থাৎ ৬ মাস বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম উপভোগ করতে পারবেন।
>> ইউটিউব প্রিমিয়ামের সঙ্গে ইউটিউব নিউজিকের মেম্বারশিপও পাবেন। এতে আপনি গান ডাউনলোড, ভিডিও এবং গানের লিরিক্সসহ অন্যান্য সুবিধা নিতে পারবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

Loading...