বাগদাদে ইসলামিক স্টেটের হামলায় নিহত ১১
অনলাইন ডেস্ক:ইরাকের রাজধানী বাগদাদে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন আরো অনেকে। হামলার সময় জঙ্গিরা গ্রেনেড ছুঁড়ে মারে। এরপর অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ সূত্র। দেশটির সরকারি হাশেদ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলা চালাতে ৪টি গাড়িতে করে রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-রাধওয়ানিয়াতে যায় ইসলামিক স্টেটের জঙ্গিরা। হাশেদ বাহিনী ইরাক সরকারের সুন্নি যোদ্ধাদের নিয়ে তৈরি একটি বাহিনী। হামলায় নিহতদের মধ্যে দলটির সদস্যরাও রয়েছে।
এরইমধ্যে হামলাকারীদের ধরতে সেনা ও পুলিশের যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।