বাংলাদেশে একাডেমি করতে চায় রাজস্থান রয়্যালস

Share This:

নিউজ ডেস্ক:

হঠাৎ করেই আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের চেয়ারম্যান রঞ্জিত বারঠাকুর মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে আসেন। তিনি মিরপুর মাঠ এবং একাডেমি ঘুরে দেখেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজস্থান রয়্যালস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে আমরা একটি একাডেমি করতে চাই। যার নাম হবে রয়্যাল একাডেমি। যদিও এটি এখনো ভাবনার মধ্যে আছে। তবে পরিকল্পনা বাস্তবায়নে আমরা উদগ্রীব হয়ে আছি।’ এছাড়াও তিনি বাংলাদেশে রাজস্থান রয়্যালসের সমর্থকদের উজ্জীবিত করতে এই সফর বলে জানান।

Loading...