ফ্যাকড-ক্যাব ক্রিকেট টুর্নামেন্টে আজ জয় পেল লাইকা স্ট্রাইকারস এবং এসএইচসি গ্ল্যাডিয়েটরস

Share This:
মোহাম্মদ জহির:
ফ্যাকড-ক্যাব (বাংলাদেশের ফরেন এডুকেশন কসালটেন্টদের সংগঠন)- এর আয়োজনে  ‘ওয়েল এডুকেশন ফ্যাকড-ক্যাব ক্রিকেট টুর্নামেন্টে ২০২০’-এ আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় রাজধানী ঢাকার শ্যামলী প্লে গ্রাউন্ডে। আজ সকাল ৮টায় শাহরিয়ার ফেরদৌস-এর এক্সপ্রেস আইকনস মুখোমুখি হয় ওয়ালী উল্লাহ’র লাইকা স্ট্রাইকারস-এর এবং দিনের ২য় ম্যাচ অনুষ্ঠিত হয় আনিসুজ্জামান আনিসের ফেইথ ফাইটারস  এবং মেহেদী হাসানের এসএইচসি গ্ল্যাডিয়েটরস এর মধ্যে।

এসএইচসি গ্ল্যাডিয়েটরস ছবিঃ সংগৃহীত

সংগঠনের সকল সদস্য এবং শুভাকাংখীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে  আজকের প্রথম ম্যচে ১৯ রানে লাইকা স্ট্রাইকারস হারায় এক্সপ্রেস আইকনসকে। দ্বিতীয় ম্যাচ শুরু হয় সকাল ১১ টায় যেখানে এসএইচসি গ্ল্যাডিয়েটরস হারায় ফেইথ ফাইটারসকে ৩৫ রানে।

উল্লেখ্য, গতকাল প্রথম দিন প্রথম ম্যচে এক্সপ্রেস আইকনস হারায় ফেইথ ফাইটারসকে যেখানে ২য় ম্যাচে অলস্টার পিনাকল হারায় এসএইচসি গ্ল্যাডিয়েটরসকে।

 

আজকের খেলার ফলাফল:
প্রথম ম্যাচ-
এক্সপ্রেস আইকনস বনাম লাইকা স্ট্রাইকারস
রেজাল্ট: লাইকা স্ট্রাইকারস ১৯ রানে হারায় এক্সপ্রেস আইকনসকে
ম্যান অফ দি ম্যাচঃ জাহিদ

 

দ্বিতীয় ম্যাচ
ফেইথ ফাইটারস বনাম এসএইচসি গ্ল্যাডিয়েটরস
রেজাল্ট: এসএইচসি গ্ল্যাডিয়েটরস ৩৫ রানে হারায় ফেইথ ফাইটারসকে
ম্যান অফ দি ম্যাচ: দিপু আহমেদ

পরবর্তী ম্যাচ:

আগামী ০৯ নভেম্বর
ফেইথ ফাইটারস বনাম লাইকা স্ট্রাইকারস (সকাল ৮টায়)
এক্সপ্রেস আইকনস বনাম অলস্টার পিনাকল (সকাল ১১টায়)

*এই প্রতিবেদনের তথ্য এবং সকল ছবি ফেসবুক থেকে সংগৃহীত

Loading...