
ফ্যাকডক্যাব-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
মোহাম্মদ জহিরঃ
গত ২২শে ডিসেম্বর বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শকদের সংগঠন ফ্যাকডক্যাব (Foreign Admission & Career Development Consultants Association of Bangladesh)- এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।

ফ্যাকডক্যাবের শতাধিক সদস্য, শুভাকাংখী, এফবিসিসিআই এবং প্রিমিয়ার ব্যাংক-এর প্রতিনিধিদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশে রাজধানী ঢাকার পান্থপথে সংগঠনটির কার্যালয়ে সব্ধ্যা ৭ টায় কেক কাটার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় রাত ৯ টায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রধান উপদেষ্টা জনাব লায়ন এম, কে বাশার, সাবেক প্রেসিডেন্ট জনাব মোস্তাফিজুর রহমান, সাবেক ভাইস-প্রসিডেন্ট জনাব শরীফ আহমেদ খান, বর্তমান প্রেসিডেন্ট জনাব কাজী ফরিদুল হক হ্যাপী, জেনারেল সেক্রেটারী জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জনাব সাজ্জাদ পারভেজ, ভাইস-প্রেসিডেন্ট জনাব মরতুজা হোসেন সরকার হিমেল এবং অন্যান্যরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মনিরুল হক, লুমান খান টিটু, খুরশীদ আলম রিপন, নাহিদুল ইসলাম রিয়াদ, মোহাম্মদ রাব্বানী হোসেন টিপু, জুলফিকার আলী জুয়েল, শাহারিয়ার ফেরদৌস, মেহেদী হাসান, শামীম আহমেদ, মোস্তাক আহমেদ টিপু, তোফাজ্জল হোসেন সরকার অল্ড্রিন, মোহাম্মদ আবুল হাসান, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, ওয়ালী উল্লাহ, আনিসুজ্জামান, এম এম ইসলাম অপু, এফ এম সাইফুল হক, সোলায়মান মানিক এবং মামুন রানাসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে প্রেসিডেন্ট জনাব কাজী ফরিদুল হক হ্যাপী বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীর কারনে সব সেক্টরের মত আমাদের কনসাল্টিং সেক্টরও ক্রান্তিকাল অতিক্রম করছে। হতাশ হলে চলবে না। আশা করি ২০২১ আমাদের জন্য সুসময় নিয়ে আসবে।
সংগঠনের কার্যক্রম আরো গতিশীল এবং অর্থবহ করে তুলতে জনাব ফরিদুল হক সংগঠনের সকলের প্রতি আহবান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন প্রসঙ্গে সংগঠনটির জেনারেল সেক্রেটারী জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ বললেন, ২০০৫ সালের ২২ শে ডিসেম্বর ৩৩ জন সসদ্য নিয়ে গঠিত হয় বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শকদের সংগঠন ফ্যাকডক্যাব। বিগত ১৫ বছরে সাংগঠনিক কার্যক্রমের সাথে বেড়েছে সদস্য সংখ্যা। বর্তমানে সদস্য সংখ্যা ২৪৫, আশা করি আগামী বছর (২০২১) আমাদের সদস্য সংখ্যা ৪ শত হবে।
