ফাইনালে মুখোমুখি অলস্টার পিনাকল এবং লাইকা স্ট্রাইকারস |ফ্যাকডক্যাব ক্রিকেট টুর্নামেন্ট ‘২০
মোহাম্মদ জহির:
প্রথম ৩ ম্যাচে একটানা জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল মোহাম্মাদ খুরশিদ আলম রিপনের অলস্টার পিনাকল। অন্যদিকে মেহেদী হাসানের এসএইচসি গ্ল্যাডিয়েটরস এবং ওয়ালী উল্লাহর লাইকা স্ট্রাইকারস-এর জন্য আজকের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল।

ফাইনালে খেলতে আজকে এই দুই টিমকে একে অপরের বিরুদ্ধে জিততে হত। কারন প্রথম নিজ নিজ ৩ ম্যাচে উভয় টিম ২ টি করে জয় পেয়ে আজকে মাঠে নেমেছিল একে অপরের বিপক্ষে।
“ওয়েল এডুকেশন ফ্যাকডক্যাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এ আজ ছিল পঞ্চম দিন। আজ সকাল ৮ টায় রাজধানীর শ্যামলী ক্লাব গ্রাউন্ডে ফ্যাকডক্যাব নেতৃবৃন্দ, সদস্য এবং দরশকদের উপস্থিতিতে মাঠে নামে ওয়ালী উল্লাহর লাইকা স্ট্রাইকারস এবং মেহেদী হাসানের এসএইচসি গ্ল্যাডিয়েটরস। ৬ উইকেটে এসএইচসি গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে লাইকা স্ট্রাইকারস পোঁছে যায় ফাইনালে এবং এসএইচসি গ্ল্যাডিয়েটরস এই টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করে।
জানা গেছে, সকাল ১১টায় শুরু হওয়া আজকের দ্বিতীয় ম্যাচে অলস্টার পিনাকল ফেইথ ফাইটারসকে ৩০ রানে হারিয়ে টানা চতুর্থ ম্যাচে অপরাজিত রয়েছে।
উল্লেখ্য, প্রথম দিন প্রথম ম্যচে এক্সপ্রেস আইকনস ৮ ওভার ৩ বলে ৮ উইকেটে ফেইথ ফাইটারসকে হারায় এবং দিনের ২য় ম্যাচে অলস্টার পিনাকল ১২৫ রানে হারায় এসএইচসি গ্ল্যাডিয়েটরসকে।
২য় দিনের প্রথম ম্যাচে ১৯ রানে লাইকা স্ট্রাইকারস হারায় এক্সপ্রেস আইকনসকে। দ্বিতীয় ম্যাচ শুরু হয় সকাল ১১ টায় যেখানে এসএইচসি গ্ল্যাডিয়েটরস হারায় ফেইথ ফাইটারসকে ৩৫ রানে।
৩য় দিনের প্রথম ম্যাচে ১৩২ রানে লাইকা স্ট্রাইকারস হারায় ফেইথ ফাইটারসকে! দ্বিতীয় খেলায় অলস্টার পিনাকল ২৬ রানে হারায় এক্সপ্রেস আইকনসকে!
চতুর্থ দিনে প্রথম ম্যচে ৪০ রানে এক্সপ্রেস আইকনস হেরে যায় এসএইচসি গ্ল্যাডিয়েটরসের কাছে, যেখানে দ্বিতীয় ম্যাচে অলস্টার পিনাকল ৯ উইকেটে হারায় লাইকা স্ট্রাইকারসকে।
আজকের খেলার রেজাল্ট:
প্রথম ম্যাচ:
লাইকা স্ট্রাইকারস বনাম এসএইচসি গ্ল্যাডিয়েটরস
রেজাল্ট : লাইকা স্ট্রাইকারস ৬ উইকেটে জয়ী
ম্যান অফ দি ম্যাচ: ওয়ালী উল্লাহ
দ্বিতীয় ম্যাচ:
অলস্টার পিনাকল বনাম ফেইথ ফাইটারস
রেজাল্ট: অলস্টার পিনাকল ৩০ রানে হারিয়েছে ফেইথ ফাইটারসকে
ম্যান অফ দি ম্যাচ: সোহেল রানা
আগামী কাল ফাইনাল:
অলস্টার পিনাকল বনাম লাইকা স্ট্রাইকারস