প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায় ১৭ই ফেব্রুয়ারি

Share This:

নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ১০ জনের সাজা বহাল থাকছে কি না, তা জানা যাবে ১৭ই ফেব্রুয়ারি।

মামলায় মৃত্যুদ- পাওয়া ১০ জঙ্গির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে সোমবার রায়ের দিন রাখে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ। ভাষার মাস উপলক্ষে রায় বাংলায় ঘোষণা করা হবে বলেও জানিয়ে দেন আদালত।

এর আগে ২৫শে জানুয়ারি রাষ্ট্রপক্ষের অসমাপ্ত বক্তব্যের জন্য ১লা ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এদিন রাষ্ট্রপক্ষের পুরো বক্তব্য শুনে রায়ের দিন ঠিক করা হলো।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল। আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন ও মোহাম্মদ আহসান।

Loading...