ডিস সংযোগ ছাড়াই দেখা যাবে স্যাটেলাইট চ্যানেল
নিউজ ডেস্ক:
ডিস সংযোগ ছাড়াই স্যাটেলাইট চ্যানেল দেখার সুবিধা নিয়ে উন্মোচিত হলো টেলিভিশনের নতুন দেশীয় দুই ব্র্যান্ড ভিস্তা ও লোটাল। সম্প্রতি রাজধানীর ওয়েস্টিন হোটেলে নতুন ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে নির্মাতা প্রতিষ্ঠান ভিস্তা ইলেক্ট্রনিকস লিমিটেড।
অনুষ্ঠানে প্রাথমিকভাবে ভিস্তার ৮টি এবং লোটালের ১২টি মডেলের এলইডি টেলিভিশন বাজারজাতের ঘোষণা দেওয়া হয়। এসব টিভির মধ্যে কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভিরও বেশ কিছু মডেল এনেছে কোম্পানিটি। ন্যুনতম ১৪ হাজার ৯০০ থেকে ৪১ হাজার ৯০০ টাকার মধ্যে পাওয়া যাবে টিভিগুলো।
লোটালের ২৪ ইঞ্চি থেকে ৭৫ ইঞ্চি পর্যন্ত ১২টি মডেলের টিভি পাওয়া যাবে ১৪ হাজার ৯০০ থেকে এক লাখ ৭৯ হাজার টাকার মধ্যে। লোটালের টিভিগুলোর মধ্যে ১০টি মডেলই কণ্ঠচালিত অ্যান্ড্রয়েড টিভি। অনুষ্ঠানে জানানো হয়, ভিস্তা ও লোটালের অ্যান্ড্রয়েড টিভি অরিজিনাল গুগল সার্টিফায়েড এবং পৃথিবীর যে কোনও প্রান্ত থেকে ডিস সংযোগ ছাড়াই শত শত চ্যানেল দেখার সুবিধা রয়েছে। -বিজ্ঞপ্তি