‘জেমস বন্ড’ শন কনেরি ঘুমের মধ্যেই চিরঘুমে
অনলাইন ডেস্ক:
যাকে দিয়ে রূপালি পর্দায় জেমস বন্ডের যাত্রা শুরু হয়েছিল ও যিনি এই স্পাই থ্রিলারের সাতটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, সেই শন কনেরি আর নেই।
ওয়েস্ট ইন্ডিজের বাহামা দ্বীপে অবস্থানকালে ঘুমের মধ্যেই তিনি চিরঘুমে চলে গেছেন বলে জানিয়েছেন তার ছেলে।
বিবিসি জানিয়েছে, স্কটিশ এই অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। ছেলে জ্যাসন কনেরি জানিয়েছেন, শন কনেরি ‘কিছু সময় ধরে’অসুস্থ ছিলেন।
গত ২৫ আগস্ট লকডাউনের মধ্যেই হইচই করে ৯০তম জন্মদিন উদ্যাপন করেন শন কনেরি। জন্মদিনের ঠিক আগেই প্রকাশিত হয় একটি জরিপের ফল। শ্রেষ্ঠ বন্ড কে? রেডিও টাইমস-এর পাঠকদের ভোটে শ্রেষ্ঠ বন্ড নির্বাচিত হন শন কনেরি। তার কাছে হেরেছেন রজার মুর, পিয়ার্স ব্রসনান, ড্যানিয়েল ক্রেইগের মতো বন্ডেরা।
সর্বকালের শ্রেষ্ঠ জেমস বন্ডের সেটাই হবে শেষ জন্মদিন, কে জানত! শন কনেরি ৪৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। রেডিও টাইমসের প্রধান সম্পাদক বলেছিলেন, শন কনেরি আবারও প্রমাণ করলেন যে তিনিই কিংবদন্তিসম জেমস বন্ড, যার স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়েছে।
অভিনয়জীবনে শন কনেরি একটি অস্কার ছাড়াও দুটি বাফটা আর তিনটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ২০০০ সালে তিনি পেয়েছেন নাইট উপাধি।