জেনে নিন ২০ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে বিমানের নতুন ফ্লাইট শিডিউল
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক ফ্লাইটের অপেক্ষায় যখন প্রবাসীরা দিন গুনছেন ঠিক তখনই সুখবর নিয়ে এল বিমান। যদিও ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু বিশেষ ফ্লাইট পরিচালিত হয়েছে যাতে করে সৌদি আরবে আটকা পড়া প্রবাসী বাংলাদেশীরা দেশে
তবে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০ সেপ্টেম্বর থেকে সৌদি আরব যাত্রায় আবারও স্বাভাবিক হচ্ছে বিমানের ফ্লাইট।
একনজর তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়া শিডিউল :
ঢাকা- জেদ্দা- চট্টগ্রাম আগামী ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে প্রতি রবিবার চলবে।
২০ সেপ্টেম্বরের এই ফ্লাইটের মধ্য দিয়েই বিমান চলাচল স্বাভাবিক হতে যাচ্ছে আবার।
ঢাকা-দাম্মাম-ঢাকা ফ্লাইট আগামী ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে প্রতি সোম এবং বৃহস্পতিবার চলবে।
ঢাকা-রিয়াদ-ঢাকা আগামী ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে প্রতি সোম এবং বৃহস্পতিবার ও শনিবার চলবে।
চট্টগ্রাম- জেদ্দা- ঢাকা আগামী ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে প্রতি সোমবার চলবে
ঢাকা- জেদ্দা- ঢাকা আগামী ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ হতে প্রতি রবিবার চলবে
তবে অবশ্যই সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয় আন্তর্জাতিক ফ্লাইট চালুর ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের স্বাস্থ্যবিধি অনুসরণ করবে। এ ব্যাপারে কোন ছাড় প্রদান করা হবে না।
বাংলাদেশ বিমান থেকে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণ সহ যে যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে :
১। প্রবাসীদের ক্ষেত্রে শুধুমাত্র যাদের ভিসা ( এক্সিট, এন্ট্রি, ইকামা, ভিসিট ভিসা) ইত্যাদির মেয়াদ রয়েছে তারা সৌদি আরব ত্যাগ বা প্রবেশ করতে পারবেন। যাত্রীরা এসকল ভিসার মেয়াদ সৌদি আবসার অ্যাপ হতে চেক করে নিতে পারবেন।
২। সৌদি আরবে আসার পুর্বে অবশ্যই যাত্রীদের ঐ দেশের সরকার কর্তৃক স্বীকৃত কোন ল্যাব হতে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বিমানে উঠতে হবে।
৪। যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরব ত্যাগ করবেন তাদেরকে অবশ্যই সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।
৪/ সকল যাত্রীদের অবশ্যই তাওয়ক্কালনা ও তাতামান এই দুইটি অ্যাপ ডাউন লোড করতে হবে।