বিনোদন প্রতিবেদক:
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২:৩০ মিনিটে আর এস এল মিডিয়া প্রডাকশনের ইউটিউব চ্যানেলে (RSL Media Production) মুক্তি পেল তরুণ কন্ঠশিল্পী এজেডএম জাহাঙ্গীর কবির এবং মুনের গাওয়া “দুটি মন” শিরোনামের গানের মিউজিক ভিডিও।
কামরুল নান্নুর কথায় গানটির সুর ও সংগীত করেছেন মো. রবিন ইসলাম। গানটির নান্দনিক মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন চিত্রপরিচালক মিজানুর রহমান মিজান। গানটির কোরিওগ্রাফি করেছেন মো. মঞ্জুর আহমেদ।
গানটি গাওয়ার পাশাপাশি এতে মডেলও হয়েছেন জাহাঙ্গীর কবির, যেখানে তাঁর সহ-মডেল তানহা চৌধুরী।
এ গানটির মিউজিক ভিডিও মুক্তির মাধ্যমে আর এস এল মিডিয়া প্রডাকশনের ইউটিউব চ্যানেল নতুনভাবে যাত্রা করবে বলে জানালেন শিল্পী জাহাঙ্গীর। গানটি নিয়ে তিনি বলেন, ‘গানের কথার সঙ্গে মিল রেখে মিজান ভাই দারুণ একটি ভিডিও নির্মাণ করেছেন। আশা করি, আমার প্রথম গান দর্শক-শ্রোতার ভালো লাগবে।’
গানটির ইউটিউব লিনক:-