ছেঁড়া জিন্স নিয়ে ভারতে বিতর্ক এখন তুঙ্গে
অনলাইন ডেস্ক:
ভারতে আবার ডেনিম জিন্স নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়েছে। এবার আলোচনা উসকে দিয়েছেন উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত।
চলতি সপ্তাহের প্রথম দিকে তিনি দাবি করেন, তরুণ প্রজন্ম এই ছেঁড়া জিন্স পরে উচ্ছন্নে যাচ্ছে।
শিশু অধিকার রক্ষা বিষয়ক একটি কর্মশালায় যোগ দিয়ে তীর্থ নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। জানান, একবার একটি ফ্লাইটে এক নারীকে তিনি ছেঁড়া জিন্স পরে ভ্রমণ করতে দেখেন। তার হাতে কয়েকটি ব্রেসলেট ছিল।
‘আপনি একটি এনজিও চালান। হাঁটুর কাছে ছেঁড়া জিন্স পরেন। সমাজে চলাচল করেন, আপনার সঙ্গে সন্তান আছে, তাদের কী মূল্যবোধ শেখাচ্ছেন?’ প্রশ্ন করেন মন্ত্রী।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নীতিন গড়কড়িদের দুটো করে পুরোনো ছবি পোস্ট করে কটাক্ষ করে তিনি টুইটারে লেখেন, ‘হে ভগবান! তাদের হাঁটু দেখা যাচ্ছে তো!’
ছবিতে মোদি, গড়কড়িদের সাদা জামা এবং খাকি হাফপ্যান্ট পরে থাকতে দেখা গেছে। যা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুরোনো উর্দি। একটি ছবিতে সংঘ প্রধান মোহন ভাগবতকেও দেখা যায়।
বিজেপি মন্ত্রী তীর্থ সিং বলেন, ‘এটা কি ভালো? সবাই পশ্চিমা দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে দৌড়াচ্ছেন। যেখানে পশ্চিমা দেশগুলো আমাদের যোগাসনকে অনুসরণ করছেন, সেখানে কেন ভারতীয়রা ছেঁড়া জিনস পরছেন?’
তার এই মন্তব্যের পরেই সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র, অভিনেত্রী জয়া বচ্চনরাও তাতে যোগ দেন।
যদিও স্বামীর পক্ষ নিয়ে তীর্থের স্ত্রী রশমি ত্যাগী বলেন, তিনি বলছিলেন, ‘আমরা অন্ধের মতো কীভাবে পশ্চিমা সংস্কৃতির পেছনে দৌড়াচ্ছি। হাজার-হাজার বছর ধরে আমাদের নিজের যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা অনুসরণ করছি না।’