গ্রীসে ২ বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

Share This:

অনলাইন ডেস্ক:

গ্রীসের আসপোপিরগো এলাকায় হবিগঞ্জের দুই বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন- জেলার নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (৩০) ও একই গ্রামের নুর হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন (২৮)।

তাদের মৃত্যুর সংবাদ মঙ্গলবার সন্ধ্যায় তাদের বাড়িতে পৌঁছে। এর পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

সে দেশের পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন জানান বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার জন্য সহযোগিতা চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

Loading...