গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরালে উত্তাল নোয়াখালী
অনলাইন ডেস্ক:
গৃহবধূকে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন, শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছেন নোয়াখালী এলাকাবাসী।
সোমবার সকাল ১০টা থেকে জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। জেলা শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক অফিসের সামনে, পুলিশ সুপারের অফিসের সামনে, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, জেলা জজ আদালতের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন শেষে বিক্ষোভে ফেটে পড়ে।
জানা যায়, বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করতে ব্যর্থ হয় পুলিশ। সময় যত বাড়তে থাকে, শহরে প্রতিবাদের বিক্ষোভের ঝড়ও বাড়তে দেখা যায়। প্রতিবাদ ও বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, নির্যাতনকারীদের ফাঁসি চাই। এ সময় বিক্ষোভকারীরা নির্যাতনকারীদের ফাঁসির দাবিসংবলিত প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার বহন করেন।
বিক্ষোভ মিছিলের কারণে জেলার প্রধান সড়ক, জেলা প্রশাসক অফিস সড়ক, জজকোর্ট সড়ক, প্রেসক্লাব সড়কসহ বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের কারণে শহরে স্থবিরতা নেমে আসে।