অনলাইন ডেস্ক: রাজধানীর অভিজাত এলাকা গুলশানের লেকশোর হোটেলে অভিযান চালিয়ে ৩৪৯ বোতল বিদেশি মদ জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দাদের একটি দল।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, চলতি ২০২০-২১ অর্থবছরে ভ্যাট না দেওয়ায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার কায়সারের নেতৃত্বে মঙ্গলবার হোটেলটিতে অভিযান চালানো হয়। র্যাবের একটি দল অভিযানে সহযোগিতা করে।
এ বিষয়ে জানতে চাইলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহা পরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযান পরিচালনাকালে লেকশোর হোটেলের বারে ৩৪৯ বোতল বিদেশি মদ পাওয়া গেছে, যেগুলোর কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি হোটেল কর্তৃপক্ষ। এই বিপুল পরিমাণ মদ আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
তিনি জানান, হোটেলটির সেবা বিক্রির তথ্যেও ব্যাপক গরমিল পাওয়া গেছে। এসব হিসাবের তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত ভ্যাট ফাঁকির পরিমাণ উদঘাটন করা হবে। এরপর ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে মামলা করা হবে।