গণপদত্যাগ করবেন ইমরান খানের পার্টি পিটিআইয়ের এমপিরা!
অনলাইন ডেস্ক:
এদিনই পিটিআইয়ের রাজনৈতিক কমিটি পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারে, পাঞ্জাব, খাইবার পখতুনখাওয়া প্রদেশে পিটিআইয়ের এমপিদের একযোগ গণপদত্যাগ করার। এ বিষয়ে জানেন জিও টিভিকে এমন সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন। এতে বলা হয়েছে, শুক্রবার পিটিআইয়ের রাজনৈতিক কমিটির মিটিং হয়েছে।