স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান-জিম্বাবুয়ে মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডের মধ্য দিয়ে আম্পায়ার হিসেবে দায়িত্বপালনে বিশ্ব রেকর্ড গড়েছেন আলিম দার। আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচে দায়িত্বপালন করা আম্পায়ার এখন এই পাকিস্তানি।
এই নিয়ে ২১০টি ওয়ানডে ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করলেন আলিম। এত দিন ২০৯ ম্যাচ নিয়ে তার সঙ্গে রেকর্ডটি ভাগাভাগি ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক আম্পায়ার রুডি কোয়েরর্টজেনের।
সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারের দায়িত্বপালন করার রেকর্ডটি অবশ্য আগেই নিজের করে নিয়েছেন আলিম দার, ৩৮৭ ম্যাচ। সেই সঙ্গে সবচেয়ে বেশি টেস্টে আম্পায়ার হিসেবে দায়িত্বপালনের রেকর্ডটিও তার ঝুলিতে, ১৩২ ম্যাচ।
আন্তর্জাতিক ওয়ানডেতে আলিম প্রথম আম্পায়ার হিসেবে দাঁড়ান ২০০০ সালে, পাকিস্তান ও শ্রীলঙ্কা মধ্যকার ম্যাচে।
টি-টোয়েন্টিতে আলিম দার রয়েছে দ্বিতীয়স্থানে। শীর্ষে আছেন তার স্বদেশি আহসান রাজা।
টেস্টের পর ওয়ানডেতেও সবচেয়ে বেশি ম্যাচে আম্পায়ারের দায়িত্বপালনের রেকর্ড নিয়ে প্রসঙ্গে আলিম দার আইসিসিকে বলেন, “এটা আমার জন্য অনেক সম্মানের। আমি যখন এই পেশাটা শুরু করি, তখন কখনো ভাবিনি যে, আমি এটা করতে পারব। আমি কেবল বলতে পারি যে, মাঠে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি।”