‘কৃষ-৪’র নায়িকা কৃতি শ্যানন?

Share This:

বিনোদন ডেস্ক:
বলিউডের সাড়া জাগানো ছবি ‘কৃষ’র চতুর্থ কিস্তি নির্মাণের কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। নায়ক যথারীতি হৃতিক রোশন থাকলেও তার বিপরীতে সুপারহিরোইনের ভূমিকায় কে থাকবেন এ নিয়ে চলছে নানা জল্পনা। একাধিকবার ক্যাটরিনা ও দীপিকা পাড়ুকোনের কথা শোনা গেলেও এবার নতুন করে এসেছে কৃতি শ্যাননের নাম।

পিংক ভিলার এক প্রতিবেদন বলছে, নির্মাতা রাকেশ রোশন তাকেই কৃতিকেই পছন্দের তালিকায় রেখেছেন। এরই মধ্যে নাকি ছবিতে অভিনয়ের বিষয়ে পরিচালকের সঙ্গে আলাপও সেরে নিয়েছেন। একটি সূত্র পিংক ভিলাকে জানায়, রাকেশ রোশন চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। নায়িকা ছাড়া বাকি সব শিল্পীদের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। কৃতির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এই নির্মাতা।

সব ঠিক থাকলে শিগগিরই নায়িকা চূড়ান্তের কাজটিও সারবেন রাকেশ রোশন।

Loading...