কানাডা, ইউকে এবং ইউরোপে ভর্তি ও ভিসা প্রসেসিং-এ ‘স্টাডি এক্সপ্রেস’ এর ব্যাপক সাফল্য

Share This:

বাংলা টাইমস প্রতিবেদন:
বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য কলেজ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টাডি এক্সপ্রেস। উক্ত প্রতিষ্ঠান যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ, মাল্টা, হাঙ্গেরী, পোল্যান্ড, সুইডেন, মালয়েশিয়া, চায়না, দক্ষিন কোরিয়াসহ বিভিন্ন দেশের নামকরা কলেজ এবং ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করছে। প্রতিষ্ঠার পর থেকে সততা, বিশ্বস্ততা এবং কর্মনৈপুণ্যতার কারনে শতশত শিক্ষার্থী এবং অভিভাকদের  আস্থা এবং ভালবাসায় ধন্য স্টাডি এক্সপ্রেস

অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং বিশেষ করে ইউরপে ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে স্টাডি এক্সপ্রেস এর ধারাবাহিক সাফল্য চমৎকার। প্রধান নির্বাহী  জনাব শাহরিয়ার  ফেরদৌস– এর নেতৃত্বে স্টাডি এক্সপ্রেস–এ রয়েছে অভিজ্ঞ এবং ট্রেইন্ড কন্সাল্টেন্টদের গ্রুপ যারা বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি,  স্কলারশিপ এবং ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করছেন ।

স্টাডি এক্সপ্রেস-এর বিশেষত্ব হল বিদেশে ভর্তি এবং ভিসা প্রসেসিং-এর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়/দেশ নির্বাচন, কোর্স কাউন্সেলিং, বৃত্তি, শিক্ষা ব্যবস্থা, লাইফ স্টাইল, পার্টটাইম চাকুরী, থাকা-খাওয়ার ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং গাইডলাইন প্রদান করে । বিদেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম পূরণ, ফি জমা দেওয়া থেকে শুরু করে ভিস প্রসেসিং-এর প্রতিটি ধাপে ছাত্রছাত্রী এবং অভিবাকদেরকে সার্বিক সহযোগীতা প্রদান করে।

যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ, মাল্টা, হাঙ্গেরী, পোল্যান্ড, সুইডেন, মালয়েশিয়া, চায়না, দক্ষিন কোরিয়াসহ বিভিন্ন দেশে ভর্তি এবং ভিসা প্রসেস সম্পর্কে  বিস্তারিত জানতে অফিসে এসে যোগাযোগ করুনঃ

STUDY XPRESS
ঢাকা অফিসঃ
হাউজ # ১২/২ (পঞ্চম তলা), রোড # ৪/এ, (ইউল্যাব ভার্সিটির পাশে), ধা্নমন্ডি ঢাকা

সিলেট অফিস:
দোকান নাম্বার ০৩, পূর্ব দরগা গেইট (এবি ব্যাংকের বিপরীত), সিলেট

রংপুর অফিস :
হাউজ # ২২, রোড # ০৪, ধাপ শ্যামলী লেন, রংপুর

ই-মেইল: studyxpress@ymail.com
যোগাযোগ: +8801873 334499, +8801715 249414

Web: http://www.studyxpressltd.com
Facebook: https://web.facebook.com/studyxpress01/

Loading...