কাতারে ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি হয়েছে পরিবহনযোগ্য স্টেডিয়াম

Share This:

অনলাইন ডেস্ক:

কাতার ফুটবল বিশ্বকাপের জন্য তৈরি করা হয়েছে পরিবহনযোগ্য স্টেডিয়াম। যা বিশ্বকাপ শেষে বিশ্বের যেকোনো প্রান্তে স্থাপন করা যাবে। কর্তৃপক্ষের দাবি, এটিই বিশ্বে প্রথম এই ধরনের স্টেডিয়াম। একসাথে ৪০ হাজার দর্শক এই স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের এই স্টেডিয়ামের নাম নাইন সেভেন ফোর। কাতারের আন্তর্জাতিক ফোন কোড 974 থেকেই এর নামকরণ করা হয়েছে।

এছাড়াও স্টেডিয়ামটি স্থাপন করতে দরকার হয়েছে ৯৭৪টি শিপিং কন্টেইনার। স্পেনের স্থপতি মার্ক ফেনউইকের নকশায় এতে ব্যবহার করা হয়েছে অব্যবহৃত শিপিং কন্টেইনার।

কাতারের স্টেডিয়াম নাইন সেভেন ফোর স্টেডিয়ামের নকশাকার মার্ক ফেনউইক জানান, আমরা পুরো মাঠটি সাজিয়েছি শিপিং কন্টেইনার দিয়ে। প্রত্যেকটি কন্টেইনারকে একেকটি কাঠামোয় রূপ দেয়া হয়েছে। যেমন টয়লেট কিংবা ক্যামেরাম্যানদের জন্য বিশেষ জায়গা ইত্যাদি।

বলা হচ্ছে এটিই প্রথম কোনো পরিবহনযোগ্য স্টেডিয়াম। যা বিশ্বের যেকোনো প্রান্তে স্থাপন করা যাবে।

তিনি আরো জানান, আমার মনে হয় বিশ্বকাপ শেষ হওয়ার পর এই স্টেডিয়ামের কাতারে আর খুব একটা দরকার নেই। তাই এমন একটি ভিন্নরকমের মাঠের নকশা তৈরি করেছি, যা বিশ্বকাপ শেষে আবারো কাজে লাগানো যাবে। আমি চেয়েছিলাম মাঠটি হোক কয়েকভাগে বিভক্ত ও পরিবহনযোগ্য।

বিশেষ এই স্টেডিয়ামটিতে রয়েছে ৪০ হাজার দর্শকধারণ ক্ষমতা। কাতার কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্বকাপ শেষে স্বল্পোন্নত কোনো দেশ এই স্টেডিয়াম ব্যবহার করতে চাইলে তাদের তা দেয়া হবে। এরইমধ্যে স্টেডিয়ামটির কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে

Loading...